1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২১ মার্চ, ২০২১

আমি বিসিবির সেরা প্রেসিডেন্ট হবো, আমার পক্ষে তা সম্ভব: সাকিব


ক্রিকেট ছেড়ে দিলে কী করবেন সাকিব আল হাসান? এমন প্রশ্ন কিন্তু অনেকেরই। বিশ্বসেরা অলরাউন্ডার অবশ্য গতকাল শনিবার (২০ মার্চ) সেই প্রশ্নের উত্তর দিয়ে রীতিমতো আলোচনায় উঠে এসেছেন। ক্রিকফ্রেনজির একটি লাইভ অনুষ্ঠানে এসে সাকিব জানালেন, ভবিষ্যতে সুযোগ হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা তার আছে। এমনকি সেটি হলে তিনি হবেন বিসিবির সেরা প্রেসিডেন্ট!

সাকিব আল হাসান তৃতীয় সন্তানের জন্ম হওয়ার আগে থেকে ছুটিতে রয়েছেন। পরিবারসহ বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। নিউজিল্যান্ড সিরিজে না থাকা এই ক্রিকেটার গতকাল ক্রিকফ্রেনজির একটি লাইভ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘অবসরের পর ক্রিকেটে যদি থাকি, আর বিসিবি প্রেসিডেন্ট হওয়ার সুযোগ থাকে, তাহলে অবশ্যই আমি তা হবো। আমি জানি আমি বিসিবির ইতিহাসের সেরা প্রেসিডেন্ট হবো। এটা আমি ভালোভাবে বিশ্বাস করি, আমার পক্ষে তা সম্ভব।’

এর পর আইপিএল খেলা নিয়েও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব। জাতীয় দল বাদ দিয়ে আইপিএল বেছে নেওয়ায় তখন শোনা যেতে থাকে, দীর্ঘ সংস্করণে খেলতে আগ্রহী নন তিনি। সাকিব কিন্তু লাইভে সেসব তথ্য উড়িয়ে দিয়েছেন, ‘এ বিষয়টা বার বারই আসছে। আসলে আমি বিসিবিকে যে চিঠি দিয়েছি, সেটা কেউ পড়েইনি। ওই চিঠিতে আমি কোথাও বলিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি সেখানে এটা পরিষ্কার করে দিয়েছি, আমার আইপিএল খেলার কারণ আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।’

এর পরেই তিনি দাবি করেন যে ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিভ্রান্ত করেছেন সবাইকে, ‘কিন্তু আকরাম ভাই সবাইকে বলে যাচ্ছে যে আমি টেস্ট খেলতে চাই না। আমার মনে হয় তিনি আমার চিঠি পড়েননি। তারা আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমার চিঠিটা তারা পড়েননি।’

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet