1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১ মে, ২০২১

আমিই “করোনা ভ্যাকসিনের জনক”- ডোনাল্ড ট্রাম্প


নিউজপয়েন্ট সিলেট আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে করোনাভাইরাস ভ্যাকসিনের জনক দাবি করেছেন। একই সঙ্গে অভিযোগ করেন, তার কৃতিত্ব নিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন দেশকে ধ্বংস করছেন।

বাইডেনের ১০০ দিনের কর্মকাণ্ড নিয়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ৭৪ বয়সী ট্রাম্প ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের সফল প্রয়োগের কৃতিত্ব নিচ্ছেন বাইডেন । অথচ আমি (ট্রাম্প) না থাকলে ভ্যাকসিন আসত না। আমিই ফাদার অব দ্য ভ্যাকসিন।

ট্রাম্প বলেন, বাইডেনের অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। মেক্সিকো সীমান্ত দিয়ে আসামিরা যুক্তরাষ্ট্রে আসছে।

তিনি ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা ভাবছেন। এ সময় করোনাকে আবারও চীনা ভাইরাস বলে বেইজিংকে দোষারোপ করেন তিনি।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৩ হাজার ৯৭৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৫৫ জনের।

নিউজপয়েন্ট সিলেট/ এসএস
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet