
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
সাহিত্য ডেস্কঃ বিজয় দিবস উপলক্ষে কবি শেখ নুর হোসেন এর লেখা কবিতা-
আমাদের বিজয়
শেখ নুর হোসেন
রক্তে রঞ্জিত হয়েছিলো এই শহর
গোরস্থানের দিকে এগুচ্ছিলো লাশের বহর।
হাজারো সবুজ পাতা বিনষ্ট করে ছিলো
বিষাক্ত কীট।
কতো ফুলের সৌরভ কেড়ে নিয়ে ছিলো,
ফুল হয়ে ফুটতে পারেনি কতো ফুল!
কুড়িতেই আত্মচিৎকারে ভেঙে পরেছিলো।
শুধু কেড়ে নিতে পারে নাই,
লাল সবুজের পতাকা খানি।
কবি তার অমর কবিতায় ডেকে ছিলেন,
সে ডাকে ছুটে এসে ছিলো-
কৃষক,শ্রমিক,আবাল,বৃদ্ধ,ছাত্র;
প্রতিরোধ গড়ে তুলে ছিলো,যার যা ছিলো।
রক্ষা করে ছিলো দেশের সর্বভৌম স্বাধীনতা।
মুক্ত হয়ে ছিলো ভৌগলিক মানচিত্র।
বিজয়ের উল্লাসে নেচে উঠে ছিলো
সর্ব সাধারণ।