নিউজপয়েন্ট সিলেট বিনোদন ডেস্কঃ টলিউডের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা দর্শনা বণিক। গণ্ডি পেরিয়ে বাংলাদেশে সিনেমাতেও অভিনয় করেছেন।
সম্প্রতি শেষ করেছেন সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ সিনেমার কাজ।
গত বছর ‘এজরা’ শিরোনামে একটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন দর্শনা। জে কৃষ্ণ পরিচালিত ওই সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছেন দর্শনা। এবার আবারও বলিউডের টিকিট পেয়েছেন এ সুন্দরী।
‘বুন্দি রায়তা’ শিরোনামের সিনেমাতে অভিনয় করবেন দর্শনা। এতে তার সঙ্গে থাকবেন রাজেশ শর্মা, নীরজ সুদ, নরেশ বহেরাসহ অনেকেই। ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন এ নায়িকা।
তিন জানান, ‘বুন্দি রায়তা’ সিনেমায় পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করবেন দর্শনা। তার চরিত্রের নাম ববি। কমিক ধাচের এ সিনেমার চিত্রায়ণ শিগগিরই হওয়ার কথা রয়েছে।
মূলত বাংলা এবং তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের পরিচিতি বাড়িয়েছেন দর্শনা বণিক। মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু। প্রথম সিনেমায় অভিনয় করেন ২০১৮ সালে। তার প্রথম সিনেমা অর্ঘদীপ চ্যাটার্জি পরিচালিত ‘জোজো’।
নিউজপয়েন্ট সিলেট/ জে আর