1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন

স্পোর্টস ডেস্কঃ

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নাজিবের মৃত্যু


স্পোর্টস ডেস্কঃ মাত্র ২৯ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নাজিব তারাকাই।

আফগানিস্তানের জালালাবাদ শহরে গত ২ অক্টোবর একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন নাজিব। খবর বিবিসির।

এর পর নানগারহারের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু কোমায় চলে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে আঘাত পেয়ে কোমায় চলে যান এ ক্রিকেটার।

জ্ঞান না ফেরায় নাজিবকে রাজধানীর কাবুলে উন্নত কোনো হাসপাতাল কিংবা দেশের বাইরে পাঠানোর কথা ভাবছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এর আগে নাজিব তারাকাইকে দেখতে হাসপাতালে যান আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর আফগান, করিম সাদিক ও বোর্ডের কর্মকর্তারা।

জাতীয় ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত একটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাজিব তারাকাই। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ ম্যাচে ২৫৮ রান সংগ্রহ করেছেন তিনি।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet