
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
ছবি: শানায়া কাটওয়ে। সংগৃহীত
সর্বভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আসামি করে মামলা হয়েছে। আসামি চারজন হলো তৌসিফ চন্নপুর, আমান গিরানিওয়াল, আলতাফ মোল্লা এবং নিয়াজ আহমেদ কাটিগর।
তাদের জেরা করে পুলিশ জানতে পারে, এ ঘটনায় শানায়া জড়িত। তারপরই তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, রাকেশকে তার বাড়িতে খুন করা হয়েছে। তারপর তার মরদেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেয়া হয়েছে।
কন্নড় ছবি ‘ইদাম প্রেমাম জীবানাম’ এর সঙ্গে ২০১৮ সালে রুপালি পর্দায় পা রাখেন শানায়া। সম্প্রতি অ্যাডাল্ট কমেডি ছবি ‘অন্দু ঘনটেয়া কাথে’ সিনেমায় দেখা গেছে শানায়াকে।