1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

আপন ভাইকে খুন- নায়িকা গ্রেফতার


নিউজপয়েন্ট সিলেট বিনোদন ডেস্কঃ আপন ভাইকে টুকরো করে কেটে খুনের অভিযোগে কন্নড় সিনেমার জনপ্রিয় নায়িকা শানায়া কাটওয়েকে গ্রেফতার করা হয়েছে। তার ভাই রাকেশ কাটওয়েকে হত্যার অভিযোগে গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে হুব্বালি পুলিশ। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
শানায়া কাটওয়ে। সংগৃহীত

ছবি: শানায়া কাটওয়ে। সংগৃহীত

সর্বভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আসামি করে মামলা হয়েছে। আসামি চারজন হলো তৌসিফ চন্নপুর, আমান গিরানিওয়াল, আলতাফ মোল্লা এবং নিয়াজ আহমেদ কাটিগর।

তাদের জেরা করে পুলিশ জানতে পারে, এ ঘটনায় শানায়া জড়িত। তারপরই তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, রাকেশকে তার বাড়িতে খুন করা হয়েছে। তারপর তার মরদেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেয়া হয়েছে।

কন্নড় ছবি ‘ইদাম প্রেমাম জীবানাম’ এর সঙ্গে ২০১৮ সালে রুপালি পর্দায় পা রাখেন শানায়া। সম্প্রতি অ্যাডাল্ট কমেডি ছবি ‘অন্দু ঘনটেয়া কাথে’ সিনেমায় দেখা গেছে শানায়াকে।

নিউজপয়েন্ট সিলেট/শর্মা
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet