1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ পালিত হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে


করোনাভাইরাসের কারণে টালমাটাল গোটা বিশ্বের শিক্ষাব্যবস্থা। প্রায় এক বছর ধরে ক্লাসের বাইরে কোটি কোটি শিক্ষার্থী। অনলাইনে বা দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষাব্যবস্থা চালিয়ে নেয়ার চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি। এরমধ্যে বাতিল হয়েছে অসংখ্য পরীক্ষা। মহামারীর এমন এক ভয়াল ছোবলের মধ্যে ভিন্ন প্রেক্ষাপটে আজ রোববার (২৪ জানুয়ারি) পালিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনার কারণে দিবসটি নিয়ে এবার তেমন কোনো আয়োজন নেই।

করোনাকালে গণসাক্ষরতা অভিযানের এক গবেষণা বলছে, সংসদ টিভি, অনলাইন, রেডিও এবং মোবাইল ফোনের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা হলেও বাস্তবে ৬৯ দশমিক পাঁচ শতাংশ শিক্ষার্থীই অংশ নিতে পারেনি। এটি গ্রাম ও শহরের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য বাড়িয়েছে। আর শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রাথমিক পর্যায়ে রয়েছে প্রায় পৌনে দুই কোটি ছাত্রছাত্রী।

এছাড়া মাধ্যমিক পর্যায়ে প্রায় এক কোটি, কলেজে প্রায় অর্ধকোটি এবং বাকিরা উচ্চশিক্ষা, মাদ্রাসা, ইংরেজি মাধ্যমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। এসব শিক্ষার্থীদের বিষয়ে ‘এডুকেশন ওয়াচ’ নামে গবেষণা প্রতিবেদনে গণসাক্ষরতা অভিযান জানায়, প্রাথমিক ও মাধ্যমিকের ৬৯ দশমিক পাঁচ শতাংশ শিক্ষার্থী অনলাইন বা অন্যান্য কার্যক্রমে অংশ নেয়নি। এর আগে ব্র্যাকের জরিপে বলা হয়েছিল, প্রাথমিক ও মাধ্যমিকের ৫৬ শতাংশ শিক্ষার্থী টেলিভিশনের ক্লাসে অংশগ্রহণ কেরেন।

বিপাকে রয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ৭৩ শতাংশ শিক্ষার্থীর পরিবার মৌলিক চাহিদা মেটাতে সক্ষম থাকলেও গত বছর তা অনেক কমে আসে। আর ২০১৯ সালে শিক্ষকদের ৯৩ শতাংশ পরিবার মৌলিক চাহিদা পূরণে সক্ষম হলেও বিদায়ী বছরে তা কমে হয়েছে ৬৭ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে ইউনেস্কো বলছে, ১৯০টিরও বেশি দেশের ১৬০ কোটি শিক্ষার্থীর জীবনকে করোনাভাইরাস প্রভাবিত করেছে। অনলাইন বা অন্যান্য কার্যক্রমে অংশ নিতে পারছেন না ৫০ কোটির বেশি শিক্ষার্থী। আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২১ উপলক্ষে এক ধারণাপত্রে এ তথ্য তুলে ধরেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২০১৮ সালের ৩ ডিসেম্বর গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ ২৪ জানুয়ারি সদস্য দেশগুলোতে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হচ্ছে। ২০১৫ সালে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এবং নানা আন্তর্জাতিক সিদ্ধান্ত ও কার্যক্রমের মূল্যায়নের উদ্দেশ্যে এ দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।

ইউনেস্কো বলেছে, করোনা মহামারীর প্রভাবে বিশ্বজুড়ে শিক্ষাব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়েছে। ফলে বিশ্বের ১৬০ কোটি শিক্ষার্থীর জীবনকে প্রভাবিত করেছে। বিভিন্ন দেশে দূরশিক্ষণের মাধ্যমে বিকল্প উপায়ে শিক্ষা কার্যক্রম চললেও এক-তৃতীয়াংশ এ কার্যক্রমে অংশ নিতে পারেননি।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet