1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাধু গ্রাম যুব সংঘ কর্তৃক খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত


বিশ্বনাথ প্রতিনিধি:: সাধু গ্রাম সমাজ কল্যান যুব সংঘের উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে ও উইনার স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাধুলা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল হিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল আলম ইকবাল। নেহাল আহমদ,যুক্তরাজ্য প্রবাসী,আইনুল হক খেলু, সৌদি প্রবাসী সেলিম মিয়া।
খেলায় রেফারি দায়িত্ব পালন করেন হাসানুজ্জামান মিলন ও ময়নুল হক । উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আবুল হাসান মিনার, সহ সভাপতি ফয়জুল রহমান,সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রুবেল ও অর্থ সম্পাদক জাকারিয়া আহমদ খোকন, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, ক্লাবের সদস্য সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ছালেক মিয়া, মারজান ( ১), মারজান,ফরহাদ, ফাহিম, কামরুল, অনি,ফয়ছল,আমিন,ইমন,মুহিত সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet