
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ৮ নভেম্বর, ২০২০
✍️কলমেঃ মিজান চৌধুরী:: বিপ্লব ও সংহতি দিবসের বাণীতে সিলেট জেলা প্রযুক্তি দলের সাবেক সাধারন সম্পাদক সিলেট জেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান চৌধুরী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে আধিপত্যবাদী শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় শিখণ্ডি বসিয়ে দিয়ে একের পর এক ভারতের গোপন প্রেসফিকশন সম্পাদন করে গোটা দেশকে গ্রাস করতে চাচ্ছে। এভাবে তারা আমাদের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে প্রভুত্ব কায়েম রাখতে চায়। তাই ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের অন্যতম শর্ত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
আধিপত্যবাদী আগ্রাসন প্রতিরোধ করে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এ মুহূর্তে অত্যন্ত জরুরি। এজন্য গণলড়াইয়ে অংশ নিতে দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান।