নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী স্মরণে “নিউজ পয়েন্ট সিলেট” এর সম্পাদক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী স্বরচিত-
” আদর্শমান এক মানবের নাম প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী “
যার কারণে, আজও কাঁদে সিলেট-০৩ আসনের জনতা,
যার শূন্যতা কখনোই পাবেনা পূর্ণতা।
যার একমাত্র লক্ষ্য ছিল গরীব দুঃখী মানুষের মুখে হাঁসি ফুটানো,
যার স্বপ্ন ছিল দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো।
প্রিয় নেতার অবর্তমানে বট ছায়ার ন্যায় নিশ্চয়ই দাঁড়াবেন নেতার সহধর্মিণী,
আপনিই হোন সিলেট-০৩ আসনের জনতার কান্ডারী।
প্রিয় নেত্রী ফারজানা সামাদ চৌধুরী আপনার দীর্ঘায়ু কামনা করি,
প্রিয় নেতার আত্মার শান্তি কামনা করি।
প্রিয় নেতা আপনি থাকুন নীরবে হৃদয় গহীনে অনন্তকাল ধরে,
সর্বস্তরের জনতার অন্তরে❤️