1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ১৯ মে, ২০২১

আওয়ামী লীগের সংঘর্ষে আহত অন্তত ৫০, আসামি ৩ শতাধিক নেতা


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে গত রোববার মধ্যরাতে আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হন ৫০ জন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা নৌকা মার্কার প্রার্থী আবদুল লতিফ খানের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট করে। নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং দলীয় কার্যালয় ভাংচুর করা হয়।

এ ঘটনায় নৌকা মার্কা সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর লতিফ খান বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা করেন। অপরদিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি মতিউর রহমান বিপ্লব খন্দকার বাদী হয়ে পাল্টা ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অর্ধশতাধিক দলীয় নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে হিজলা থানার ওসি আসিম কুমার সিকদার জানান, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet