1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ০৬:০৩ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ৮ মে, ২০২১

আওয়ামী লীগের দুঃসময়ে সিলেটের রাজপথে জয় বাংলার পতাকা উড়ানো নির্যাতিত এক পরিবার থেকে উঠে আসা একজন আ.স.ম. মিছবাহ


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট-০৩ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আ.স.ম মিসবাহ কে নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ কেমডেন শাখার সাংগঠনিক সম্পাদক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইউ কে, এর যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইউ কে’ এর সাংগঠনিক সম্পাদক শিপলু আহমেদ এর লেখা উনার ফেইসবুক থেকে এনে হুবহু তুুুলে ধরা হলো-

দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন। এ আসনটি সিলেট নগরের কাছাকাছি এলাকায় গুরুত্ব অনেক বেশি।

আওয়ামী লীগের দুঃসময়ে সিলেটের রাজপথে জয় বাংলার পতাকা উড়ানো নির্যাতিত এক পরিবার থেকে উঠে আসা একজন আ.স.ম. মিছবাহ…..

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নে এই নির্যাতিত ও নিবেদিত আওয়ামী পরিবারটির জন্মস্থান। সিলেট আওয়ামীলীগকে সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে যেকটি পরিবার হামলা, মামলা ও নির্যাতনের স্বীকার হয়েছে বেশী তাদের মধ্যে অন্যতম , এই পরিবাটি কখনও ক্ষমতার লোভে রাজনীতি করেনি। দলকে দুঃসময়ে শুধু দিয়েই গেছে।

আ.স.ম. মিসবাহ ভাই ৯০’দশকের ছাত্রলীগের ত্যাগী ও তুখোড় একজন ছাত্রনেতা ছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আনন্দোলনে জেল-জুলুম-হুলিয়া মাথায় নিয়ে রাজনীতি করেছেন,

যুক্তরাজ্য আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন নিষ্টার সাথে। শুধু তাই নয়, যুক্তরাজ্য আওয়ামী রাজনীতিতে একটি জনপ্রিয় ব্যক্তির নাম আ.স.ম মিছবাহ।
এই আসনে অনেকেই মনোনয়ন চাইছেন। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। আ.স.ম মিছবাহ ভাইও এর ব্যতিক্রম নয়। কিন্তু আ.স.ম মিছবাহ ভাইয়ের মত একজন দলকানা কর্মীবান্ধব ও নির্লোভ নেতা সিলেট-৩ আসনে নৌকা পেলে এই আসনের আওয়ামী পরিবারের পাশাপাশি পুরো আসনের জনগণ উপকৃত হবে।

জননেতা জনাব আ স ম মিছবাহ মানুষের হৃদয়কে জয় করতে পেরেছেন, সব সময় এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন, মানুষের সমস্যাগুলো জানতে চান, সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেন। সরকারের কাছে মানুষের সমস্যা নিয়ে কথা বলার সাহস যাঁর আছে প্রকৃত সৎ ও যোগ্য, নির্ভীক, গরিবের বন্ধু, মেহনতি মানুষের কণ্ঠস্বর, উন্নয়নের রূপকার, প্রতিবাদী, শিক্ষিত ও নম্র দেশপ্রেমিক, নিবেদিতপ্রাণ, জনকল্যাণমুখী, প্রকৃতি ও পরিবেশবান্ধব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী
জনদরদি প্রার্থী হিসেবে আমরা জননেতা জনাব আ স ম মিছবাহ ভাইকে সিলেট-৩ আসনের
এমপি হিসেবে দেখতে চাই ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet