1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

আইপিএল শুরু হচ্ছে আজ, লড়াই হবে মুম্বাই ও ব্যাঙ্গালোর


স্পোর্টস ডেস্কঃ করোনার কারণে গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের ১৩তম আসর। তবে এবার ভারতেই আয়ো্জন করা হচ্ছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। আইপিএলের গত আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটার না থাকলেও এবারের আসরে থাকছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তাদের মিশন শুরু ১১ এপ্রিল। আর মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস মাঠে নামবে ১২ এপ্রিল।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ: কুইন্ট ডি কক (উইকেটরক্ষক), রোহিম শর্মা (অধিনায়ক), সূর্য কুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, পিযুস চাওলা/জয়ন্ত যাদব, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও  জসপ্রিত বুমরাহ।

ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ: দেভদূত পাডিকাল, বিরাট কোহলি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), মোহাম্মদ আজহারউদ্দিন/রাজাত পতিদার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, নভদ্বিপ সাইনি, মোহাম্মদ সিরাজ ও যুজভেন্দ্র চাহাল।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet