
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৩ মে, ২০২১
আইপিএলের এবারের আসরে মুস্তাফিজ খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। বিরতির পর আইপিএলে ফিরে একাদশে সুযোগ পাওয়া নিয়েই প্রথমে সংশয় ছিল তার। অথচ তিনি এখন বল হাতে তারকাবহুল দলটির বড় আস্থার নাম।
রবিবার (২ এপ্রিল) নিজের প্রাক্তন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ২০ রানের খরচায় ৩টি উইকেট শিকার করেন মুস্তাফিজ। আঁটসাঁট ও ক্ষুরধার বোলিংয়ের দিনে দল পায় ৫৫ রানের বিশাল জয়। মুস্তাফিজের পারফরম্যান্সে টুইটারে চলছে তার বন্দনা।
প্রসঙ্গত, আইসিসির সর্বশেষ ওয়ানডে বোলিং-র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১৮তম অবস্থানে উঠে এসেছেন এই বাঁহাতি পেসার। ওয়ানডে ক্যারিয়ারে এটিই তাঁর সেরা অবস্থান।