1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

আইটেম গানে যশের সঙ্গে কেজিএফ টুতে নাচবেন নোরা ফাতেহি


বর্তমান সময়ের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি ‘কেজিএফ চ্যাপ্টার টু’। ছবিটির অপেক্ষায় অধীর আগ্রহে দিন কাটাচ্ছে কোটি কোটি দর্শক। প্রতিনিয়তই চোখ রাখছেন তারা কবে ছবিটি মুক্তি পাবে। এমনিতেই করোনার কারণে অনেক পিছিয়েছে এর নির্মাণ কাজ ও মুক্তির দিন।

তার ভিড়ে এবার এলো দারুণ এক খবর। ‘কেজিএফ’র দ্বিতীয় কিস্তিতে রাখা হবে একটি আইটেম সং। এখানে যশ চোপড়ার বিপরীতে দেখা মিলবে বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহির। এমনই খবর ছড়িয়েছে সিনেমার কিছু সূত্রমতে।

তবে সিনেমাটির অফিশিয়াল সূত্রমতে এখনো কোনো কিছু না জানানো হয়নি এ ব্যাপারে।

‘কেজিএফ চ্যাপটার টু’- এর খুব কাছের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, হায়দ্রাবাদে সিনেমাটির গানের শুটিং হয়েছে। গত ফেব্রুয়ারিতে এতে অংশ নেন নোরা ফাতেহি।

প্রশান্ত নীলের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করছেন যশ, সঞ্জয় দত্ত, সৃনিধি শেঠি, প্রকাশ রাজসহ আরো অনেকে। আসন্ন ১৬ জুলাই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

প্রসঙ্গত, ‘কেজিএফ চ্যাপটার টু’ হিন্দি ভাষার ডাবিং যশের করার কথা থাকলেও তিনি হিন্দি ডাবিং থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। যশ মনে করছেন তার হিন্দি উচ্চারণ নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে। আর তাই তার বদলে সিনেমায় হিন্দি ডাবিং করছেন সংকত মাহরী।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet