নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
মোহন আহমদ, ওসমানী নগর ::
গুরুতর অসুস্থ ছেলে উমায়ের রহমানকে নিয়ে ভারতের ব্যঙ্গালুরু নারায়ন হেলথ হাসপাতালে আছেন ওসমানী নগর উপজেলার কুরুয়া নিবাসী ছালাম শাহ।
এ এস ডি: বি এস ডি: রাইট লাঞ্চ ড্যামেজের চিকিৎসা করাতে ভারতে যান। গত ২২ নভেম্বর নারায়ণ হেলথ হাসপাতালে প্যারেনি ওপেন হার্ট সার্জারি করা হয়।
অপারেশনের ৪ দিন পার হয়েছে এখনও জ্ঞান ফিরেনি উমায়েরের।
সালাম শাহের সাথে যোগাযোগ করা হলে তিনি তিনি বলেন, হাসপাতালে প্রতিটা দিনই বেশ বেশ আশঙ্কায় কাটছে আমাদের। হার্টের অপারেশনের পর লাঞ্চ ট্রান্সপারেন্ট করতে হবে।
ছেলের সুস্থতার জন্য দেশও বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন।