1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

অসহাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন হিরো আলম


বিনোদন ডেস্ক :: সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পরিচিতি পাওয়া হিরো আলম নিজ উদ্যোগে ৩০০ পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি নিজ জেলা বগুড়ার অসহায় মানুষের মধ্যে ইফতার সহায়তা দেন।

ইফতার সামগ্রীতে মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ছোলাসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন হিরো আলম। তিনি নিজ হাতে সবার মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন বলেও জানান।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, খুব বেশি কিছু করতে পারিনি। রমজান মাসে সামর্থ্য মতো চেষ্টা করেছি অসহায় বা আর্থিক সমস্যায় যারা রয়েছেন একটু সহযোগিতা করার। ঈদের পাঁচ দিন আগে থেকেই সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করবো ঠিক করেছি। করোনার কারণে মানুষের হাতে কাজ নাই, টাকা নাই। তাদের পাশে দাঁড়াতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

এর আগে গত বছর লকডাউন শুরু হলে প্রায় ৫০০ অসচ্ছল পরিবারকে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়েছেন হিরো আলম। তখন বগুড়ায় শেরপুর ও নন্দীগ্রামের মানুষদের ঘরে ঘরে গিয়ে ভ্যানে করে চাল-ডালসহ নানা উপকরণ পৌঁছে দেন তিনি।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet